সাকিবের না থাকা অবশ্যই চিন্তার কারণ: নান্নু

0

চার বছর পর আবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাংলাদেশের। এবার কোন পরিকল্পনায় এগোচ্ছে টাইগাররা? বাংলাদেশের ক্রিকেটে পেস বিপ্লব চলছে তা বলতে দ্বিধা নেই। স্বাগতিকদের স্কোয়াডই পরিস্কার ধারণা পেতে যথেষ্ট। যেখানে রাখা হয়েছে ৫ পেসার। তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদের সঙ্গে শরিফুল ইসলামকে নেওয়া হয়েছে। নতুন মুখ মুশফিক হাসান। 

তবে আসন্ন এই সিরিজে খেলবেন না টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের ইনজুরিতে পড়ে আগেই ৪ সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন তারকা এই অলরাউন্ডার। সাকিবের মতো এমন একজন তারকা ক্রিকেটার দলে না থাকাকে চিন্তার কারণ হিসেবে দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। 

এদিকে টেস্ট ম্যাচের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন দুই মুখ পেসার মুশফিক হাসান এবং ব্যাটার শাহাদাত হোসেন দিপু। তাদের দলে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে নান্নু বলেন, ‘কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ব্যাটসম্যানকে দেখতে হয়। আমরা মনে করি আন্তর্জাতিক অঙ্গনে ওর (দিপুর) যথেষ্ট সক্ষমতা আছে। এসব টেকনিক্যাল বিষয় বিবেচনা করে নেওয়া হয়েছে। মুশফিক হাসানের ধারবাহিকভাবে ভালো বল করার সক্ষমতা আছে।’

দিপু-মুশফিক সুযোগ পেলে ভালো করবেন বলে বিশ্বান করেন প্রধান নির্বাচক, ‘দু’জনই আমাদের এইচপি ইউনিটে কাজ করছে। এইচপিএর প্লেয়ার ওরা। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, লাল বলের ক্রিকেটে সুযোগ পেলে ওরা নিজেদের মেলে ধরবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here