সাকিবের থেকে সিরিয়াস কেউ নেই; কেন বললেন পাপন?

0

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে আবারও ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে। শুক্রবার নিজ বাসভবনে নতুন অধিনায়ক হিসেবে সাকিবের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এতদিন বোর্ড সভাপতির সন্দেহ ছিল সাকিব সব ম্যাচ খেলবে কি না। তবে পাপন গণমাধ্যমে জানালেন, এখন তিনি বুঝতে পেরেছেন সাকিবের থেকে সিরিয়াস কেউ নেই।

‘আমাদের যে পরিমান খেলা, সেগুলো তো খেলছেই, কন্টিসিউয়াসলি খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এই যে এখন বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পেয়েছে, আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট। এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য নিয়ে কখনও কোনও সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।’

‘ওর (সাকিব) সঙ্গে সেরকম আলোচনায় হয়নি। ও দেশে এলে, তারপর বলতে পারব। দীর্ঘ মেয়াদে পরিকল্পনাটাও জানতে হবে। কারণ একসঙ্গে তিনটা ওর ওপর বোঝা হয়ে যাবে। কারণ যে পরিমাণ খেলা আমাদের, কাজেই ওর সঙ্গে কথা বলে নিতে হবে। ওর সঙ্গে কথা না বলে কিছু বলাটা এখন কঠিন।’-যোগ করেন পাপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here