নির্বাচনের মাঠে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসনের এ মাথা ও মাথা তিনি চষে বেড়াচ্ছেন। তবে নির্বাচনি ব্যস্ততায় স্ত্রী শিশিরের জন্মদিনে পাশে থেকে কেট কাটতে পারেননি সাকিব।
তবে ক্রিকেট মাঠের অলরাউন্ডার সেই অভাব পুষিয়ে দিয়েছেন মুখের কথায়। তিনি জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে বাচ্চাদেরকে নাকি বলেছেন, শিশির এবার সবে ২০ বছরে পা রাখল। আর সেই কথায় শিশিরের মনও গলে গেছে রোদ পোড়া হিমবাহের মতো!
জন্মদিনে স্ত্রীর পাশে না থাকতে পারলেও ফুল ও কেক পাঠিয়েছেন সাকিব।