বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালের সম্পর্কটা যে সুখকর নয়, সেখবর ক্রিকেটপাড়ার খোঁজ খবর রাখা সবাই জানেন। তাই তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া আর সাকিবের দায়িত্ব পাওয়ার বিষয়টাও কিছুটা তিক্ততায় ভরা।
তাই সাকিব বিষয়ক প্রশ্নের জবাব বরাবরই কূটতৈতিকভাবে দেন তামিম। আজকেও তার ব্যতিক্রম হয়নি। মিরপুরের এক অনুষ্ঠানে সাকিবের অধিনায়কত্ব বিষয়ক প্রশ্নের জবাবটাও দিয়েছেন সেই কৌশলে।
চলতি মাসের শেষ দিকেই নিউজিল্যান্ড সিরিজ দিয়েই ক্রিকেটে ফেরার কথা তামিমের।