সাইবার হামলার অভিযোগ এনে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি

0
সাইবার হামলার অভিযোগ এনে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি

জার্মানি সম্প্রতি তাদের বিমান ট্র্যাফিক নিয়ন্ত্রণের ওপর সাইবার হামলা এবং দেশের সাম্প্রতিক নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টার জন্য সরাসরি রাশিয়াকে অভিযুক্ত করেছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বার্লিনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ২০২৪ সালের আগস্ট মাসে জার্মান আকাশ ট্র্যাফিক নিয়ন্ত্রণের ওপর হওয়া সাইবার হামলায় রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ যুক্ত। তিনি নিশ্চিত করেন, এই আক্রমণটি রুশ হ্যাকার গ্রুপ ফ্যান্সি বিয়ারের কাজ। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলার জন্য রুশ সামরিক গোয়েন্দা সংস্থাই দায় বহন করে বলে জার্মানি দাবি করেছে।

একইসঙ্গে, ফেব্রুয়ারি মাসের ফেডারেল নির্বাচনকে প্রভাবিত ও অস্থিতিশীল করার জন্য মস্কো একটি সুসংগঠিত অপতথ্য অভিযান চালায় বলে দাবি করেছে জার্মানি। যার সাংকেতিক নাম ছিলো স্টর্ম ১৫১৬। এই অপপ্রচার অভিযানের লক্ষ্যবস্তু ছিলেন গ্রিন পার্টির প্রধান প্রার্থী রবার্ট হ্যাবেক এবং বর্তমানে চ্যান্সেলর পদে থাকা সিডিইউর প্রধান প্রার্থী ফ্রিডরিখ মার্জ।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here