করণ জোহরের ধর্ম প্রডাকশনের নতুন ছবি ‘সরেজমিন’এ নায়ক হয়ে আসছেন সাইফ আলি খান-পুত্র ইব্রাহিম। যেটি পরিচালনা করছেন বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি। ছবিতে ইব্রাহিমের বিপরীতে কোনও নায়িকা নেই বলে শোনা যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ একটি ক্যারেকটারে দেখা যাবে কাজলকে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়ালম ছবি ‘হৃদয়ম’-এর আদলে সেনাবাহিনীর গল্প প্রেক্ষাপটে ছবির চিত্রনাট্য বেঁধেছেন নির্মাতা। করণ জোহর ইতোমধ্যেই এই সিনেমার জন্য কাজলের সঙ্গে যোগাযোগ করেছেন।
উল্লেখ্য, এর আগে করণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডের মতো তারকাদের। এবার পালা সাইফ আলী খান ও অমৃতা সিং-এর ছেলে ইব্রাহিম আলী খানের।