সাইফের মুখে সেই ভয়াবহ রাতের স্মৃতি

0

বলিউড তারকা সাইফ আলি খান তার বাড়িতে হামলার ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীকে ধরতে গিয়ে তিনি নিজে আহত হয়েছেন।

সাইফের বক্তব্য অনুযায়ী, রাতের বেলা তার বাড়িতে একজন অচেনা ব্যক্তি ঢুকে পড়ে এবং তার পরিচারিকার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সাইফ হামলাকারীকে চেপে ধরেন। এরপর হামলাকারী তাকে ছুরি দিয়ে আঘাত করে।

সাইফ আরও জানান, এই ঘটনায় তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তার ছেলে জেহর চিৎকার শুনে তিনি নিচে নেমে আসেন এবং হামলাকারীকে আটক করার চেষ্টা করেন।

হামলার পর সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here