বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলাকারী যুবককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার সময় অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। যদিও তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে মুম্বাই পুলিশের অপরাধ দমন সাত সদস্যের দল গঠন করে চিরুনি অভিযান শুরু করেন। এদিকে শুক্রবার সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযানের সময় অভিযুক্ত যুবককে ঘুরাঘুরি করতে দেখা যায়।
এরপর তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তা মুম্বাই পুলিশের নজরে আসে, পরে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে।
উল্লেখ্য, বুধবার রাতে সাইফের উপর হামলা হয়। অভিযুক্ত যুবক সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। সাইফ তাকে বাধা দিতে গেলে তার উপর হামলা হয়।
গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের খুব কাছে ছুরির আঘাত লেগেছে। তাকে আইসিইউতে রাখা হয়েছে।