সাইফকে কেন বিয়ে করেছেন, গোপন ফাঁস করলেন কারিনা

0

বলিউডের অন‍্যতম সেরা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর। ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন তারা। তবে তার আগে পাঁচ বছর লিভ ইন সম্পর্কে ছিলেন এই দুই তারকা। কারিনার কথায় সেই সম্পর্কে বেশ ভালোই ছিলেন তারা। তবে বিয়ের সিদ্ধান্ত কেন নিলেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে তা নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন বেবো।

এক সাক্ষাত্‍কারে কারিনা জানিয়েছেন, সাইফ ও তার বিয়ে করার কারণ ছিল সন্তান। তারা দু’জনে সন্তান নিতে চেয়েছিলেন। মূলত সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া।

২০১৬ সালে সাইফ এবং কারিনার প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। 

সাক্ষাত্‍কারে বেবো আরো জানান- তিনি এবং তার স্বামী সাইফ কীভাবে তাদের সন্তানদের বড় করে তুলছেন। 

কারিনা বলেন, তিনি তার সন্তানদের যথেষ্ট সম্মান করেন। তাদের কথারও সমান গুরুত্ব দেন। তৈমুর এবং জাহাঙ্গীরের ওপর জোর করে কিছু চাপিয়ে দেন না বেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here