সাইপ্রাস থেকে রওনা হওয়া ত্রাণ সরবরাহের জাহাজ গাজা উপকূলে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইপ্রাস থেকে সমুদ্রপথে ফিলিস্তিনি ছিটমহলে খাবার বোঝাই একটি জাহাজ শুক্রবার গাজা উপকূলে পৌঁছেছে।
ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) দাতব্য সংস্থার জাহাজটি সরবরাহের জন্য প্রায় ২০০ টন ত্রাণ বহন করেছে। শিগগিরই দ্বিতীয় জাহাজটি যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার ভোরে সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে রওনা দেয়‘ওপেন আর্মস’ নামের ত্রাণবাহী জাহাজটি।
এই জাহাজটির মালিক স্পেনভিত্তিক দাতব্য সংস্থা ‘ওপেন আর্মস’। সেখানে যে ২০০ টন ত্রাণসামগ্রী রয়েছে, সেগুলোও পাঠিয়েছে এই সংস্থাটিই। তবে এক্ষেত্রে স্পেনীয় এই সংস্থাটিকে আর্থিক সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)।