সাইপ্রাস থেকে গাজায় রওনা দিল ত্রাণবাহী জাহাজ

0

সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে প্রায় ২০০ টন চাল ও ময়দা নিয়ে সরাসরি গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে একটি জাহাজ।

সিএনএনের খবরে বলা হয়েছে, গাজায় মানবিক ত্রাণ বহনকারী একটি জাহাজ সাইপ্রাসের বন্দর শহর লারনাকা ত্যাগ করেছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) নামে একটি অলাভজনক সংস্থা এই জাহাজ পরিচালনা করছে।

ডব্লিউসিকে আরও জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাত, সাইপ্রাস এবং স্প্যানিশ এনজিও ওপেন আর্মসের সঙ্গে অংশীদারিত্ব করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here