সাইকুডা ওয়ার্ল্ড ও বিজিএমইএ’র আন্তঃসংযোগ স্থাপন করলো এনবিআর

0
সাইকুডা ওয়ার্ল্ড ও বিজিএমইএ'র আন্তঃসংযোগ স্থাপন করলো এনবিআর

বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সঙ্গে বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত ই-ইউডি (ইউটিলাইজেশন ডিক্লারেশন) পদ্ধতির আন্তঃসংযোগ স্থাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এর ফলে ইউডি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইম হবে। এতে কাগজপত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে, রাজস্ব সুরক্ষা জোরদার হবে এবং আমদানি ও রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে। একই সঙ্গে যাচাই-বাছাই প্রক্রিয়া প্রযুক্তিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এনবিআর জানায়, বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করা, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল ও রপ্তানিকৃত পণ্যের শুল্কায়ন দ্রুততর করা এবং যাচাই-বাছাই প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে এ আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। এ জন্য বিজিএমইএ কর্তৃক ইস্যুকৃত ই-ইউডির সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের সরাসরি সংযোগ স্থাপন করা হয়েছে।

এর আগে ইউডি যাচাইয়ের ক্ষেত্রে ম্যানুয়াল ভেরিফিকেশন এবং বিজিএমইএর নিজস্ব সিস্টেমের ওপর নির্ভর করতে হতো। ফলে বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতায় পণ্য খালাসে বিলম্ব ঘটত। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও ছিল একটি বড় চ্যালেঞ্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here