সাংবিধানিক ধারাবাহিকতা থাকার কারণেই দেশের মানুষ শান্তিতে আছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।
শনিবার সন্ধ্যায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ এ আরাফাত বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে, নির্বাচনে বাধা দেয়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের কারণেই সব ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব হয়েছে।