বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সাংবাদিকরা। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আরটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু। বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি ও এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক এম ফরহাদ হোসেন ও মাইটিভি প্রতিনিধি আশারাফুল মামুন।