সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে ভোলায় প্রতিবাদ সভা

0

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলানিউজটুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবিতে ভোলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা প্রেসক্লাব আয়োজিত সভায় সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভোলায় কর্মরত সাংবাদিকরা। শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, প্রবীণ সাংবাদিক এম. এ. তাহের, এটিএন বাংলা ও দৈনিক ইত্তেফাকের ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন, ভোলা প্রেসক্লাব সম্পাদক আমিতাব অপু, নিউজ-২৪ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের ভোলা প্রতিনিধি জুন্নু রায়হান, সময় টিভির স্টাফ রিপের্টার নাসির লিটন, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, কালের কন্ঠের প্রতিনিধি ইকরামুল আলম, মাইটিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন, দৈনিক বর্তমান প্রতিনিধি আনোয়ার পারভেজ, জেলা  সাংবাদিক মনিরুল ইসলাম ও মনির সাজোয়াল।

বিডি-প্রতিনিধি/আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here