সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘাতকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সারাবিশ্বের কর্মরত সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে লড়াইরত নিউইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ তথা সিপিজে।
শুক্রবার সিপিজের এশিয়া প্রোগ্রাম বিষয়ক সমন্বয়কারী বেহ লিহ ইয়ি নাদিম হত্যাকাণ্ডের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “স্থানীয় একজন রাজনীতিককে নিয়ে রিপোর্ট করার জন্য প্রতিশোধ হিসেবে বাংলাদেশি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার নিন্দা জানাই।
নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরাও নাদিমের ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।