সাংবাদিকতায় নীতি-নৈতিকতার বিকল্প নেই: ওবাইদুর রহমান শাহিন

0
সাংবাদিকতায় নীতি-নৈতিকতার বিকল্প নেই: ওবাইদুর রহমান শাহিন

সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের অগ্রাধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং নীতি-নৈতিকতার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুর রহমান শাহিন বলেন, একজন সাংবাদিকের নিরপেক্ষতা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। নিউজের সঙ্গে জনসংশ্লিষ্টতা থাকা জরুরি। সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সব সাংবাদিকে আপসহীন হতে হবে।

সাংবাদিকতার পেশাগতগত দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। তারা কলুষিত হলে গোটা দেশ ও অর্থনৈতিক অবস্থা এবং দেশের মানুষের জীবন বিপর্যস্ত হয়। গুজবের কারণে একটি সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সব সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, ব্র্যাকের কমিউনিকেশন বিশেষজ্ঞ শাফাত রহমান, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকতসহ প্রশিক্ষণ নিতে আসা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here