পর্দার প্রেম নাকি বাস্তবেও ধরা দিয়েছে। আর সেটার পরিপূর্ণতা দিতে নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাকিস্তানের টেলিভিশনের জনপ্রিয় মুখ সাজাল আলি ও উদীয়মান তারকা হামজা সোহেল, এমনটাই বাজারে রটেছে।
এবার বিষয়টি নিয়ে নীরবতা ভাঙলেন সাজাল আলি। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তার মাধ্যমে এই গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো বিশেষ খবর থাকলে সেটি তিনি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করবেন। আগবাড়িয়ে অন্যদের ছড়ানো খবরে কান না দেওয়ারও ইঙ্গিত দেন তিনি।
সাজালের এই মন্তব্যের পর তাদের বিয়ের খবরটি আপাতত ‘গুঞ্জন’ হিসেবেই থাকল।
মূলত ‘জার্দ পাতো কা বুন’ নাটকে সাজাল ও হামজার অনবদ্য পর্দা রসায়ন দর্শকদের মনে জায়গা করে নেয়। এরপর ‘দিলওয়ালি গলি মে’ নাটকে তাদের দ্বিতীয়বার একসঙ্গে দেখা গেলে ভক্তদের মনে কৌতূহল আরও বাড়ে। সেই কৌতূহল থেকেই নেট দুনিয়ায় প্রচার হতে থাকে যে, পর্দার প্রেম বাস্তবে রূপ নিতে যাচ্ছে এবং বিয়ের প্রস্তুতিও চলছে।
সাজাল আলি ইতোমধ্যে ‘ও রংরেজা’, ‘ইয়াকিন কা সফর’ এবং ‘সিনফ-এ-আহান’-এর মতো নাটকে অভিনয় করে নিজেকে প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। অন্যদিকে, ‘ফেয়ারি টেল’ খ্যাত হামজা সোহেলও অল্প সময়েই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন।
ব্যক্তিগত জীবনে ২০২০ সালে আহাদ রেজা মীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাজাল। তাদের সেই বিয়ে মাত্র দুই বছর টেকে, এরপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

