ভাঙ্গায় এক দিনে ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা উপজেলা পরিষদ ও ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিস ভাঙচুর মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার দুই ব্যক্তিও রয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গত ১৫ সেপ্টেম্বর নির্বাচনী সীমানা নিয়ে আন্দোলনকে কেন্দ্র করে ভাঙ্গা থানাসহ একাধিক সরকারি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ভাঙ্গা থানায় চারটি মামলা হয়। এ মামলার আসামি হিসেবে পুলিশ গত শুক্রবার বিকাল থেকে শনিবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করে।

