ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তার পূর্ব নির্ধারিত জার্মান সফর স্থগিত করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, কোনো ফরাসি প্রেসিডেন্টের জার্মানিতে এটা ছিল ২৩ বছরের মধ্যে রাষ্ট্রীয় সফর। আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সফরের সময়সূচি ছিল।
জার্মানির প্রেসিডেন্ট ম্যাক্রনের সফর স্থগিত নিয়ে পরিতাপ করেন। প্রতিবেশী দেশটির অবস্থা তিনি পূর্ণমাত্রায় উপলব্ধি করতে সক্ষম বলে জার্মান প্রেসিডেন্ট দপ্তরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশের গুলিতে এক কিশোর নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল ফ্রান্স।