ঘরের মাঠের গ্রানাদার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। যেখানে গোল পেয়েছেন ব্রাহিম দিয়াজ ও রদ্রিগো। এ জয়ে লা লিগা পয়েন্ট তালিকায় ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল।
শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথম গোল পেতে রিয়ালকে খানিকটা ঘাম ঝড়াতে হয়েছে। প্রথম গোলটি আসে ২৬তম মিনিটে। টনি ক্রুসের বাড়ানো বল ধরে সামনে এগিয়ে বল জালে পাঠান দিয়াজ।
উড়ন্ত ফর্মে আছেন রদ্রিগো। টানা তিন ম্যাচে পাঁচটিসহ সর্বশেষ পাঁচ ম্যাচে সাত গোল করেছেন এই ব্রাজিলিয়ান। শুধুই নিজেই গোল করেননি, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেনও। এই সময়ে ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি।