সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করতে চেষ্টা চলছে: গণশিক্ষা উপদেষ্টা

0
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করতে চেষ্টা চলছে: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, আমরা এতে সফল হবো।

শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আরও বলেন, শিক্ষকরাই প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য আমরা সবসময় কাজ করছি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদায় উন্নীত করতে আমরা সক্ষম হয়েছি।

নতুন বই বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, এবার জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে। কারণ বই ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে।

সেমিনারে জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পিইডিপি–৪) অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিলসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here