দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কলেজ ছাত্রকে প্রভাষক হিসেবে সহাকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়ায় কলেজ কর্তৃপক্ষকে শোকজ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৭ জানুয়ারির ভোটে সংসদীয় আসন নেত্রকোনা-১ এর ১১১ নং ভোট কেন্দ্র কলমাকান্দা উপজেলায় পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. নাইম মিয়া। তিনি আবু তাহের খান কলেজের প্রভাষক পরিচয়ে এই দায়িত্ব পালন করেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়।
এ ব্যাপারে ৭৫৬০ নং কোডধারী কলমাকান্দার কৈলাটী ইউনিয়নের বেলতলী গ্রামে অবস্থিত অধ্যাপক আবু তাহের খান কলেজের অধ্যক্ষ একেএম আব্দুল হামিদের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
অভিযোগের বিষয়ে জানতে নাইম মিয়াকে ফোন দিলে রিসিভ করার পর প্রশ্ন শুনে তিনি ফোন কেটে দেন।
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘সকল প্রতিষ্ঠানের প্রধানরা তালিকা দেন সে অনুযায়ী আমরা ২ জানুয়ারি জেলা প্রশাসক স্যারের স্বাক্ষরের পর ৩ জানুয়ারি নিয়োগপত্র দেই। এরপরও কয়েকদিন সময় ছিল কেউ অভিযোগ দিলে বা জানালে আগেই ব্যবস্থা নেওয়া যেতো। কিন্তু কেউ জানায়নি।’ তিনি বলেন, প্রিন্সিপালকে আমরা শোকজ নোটিশ দিয়েছি। এর জবাব দিলে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিষ্ঠান প্রধানের এমন কাজ করা ঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তালিকা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। যদি ঘটনার সত্যতা থাকে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।