সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
এর আগে গত ২৬ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস।
অন্যদিকে, বিএনপির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে তাকে প্রথমে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে তাকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানো হয়। হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়েছে। সেখানে পরিবারের সদস্যরা তাকে দেখতে যান।