সর্বোচ্চ উইকেট শিকারি হয়েও কেন পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ?

0

১৪ উইকেট। এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকার এটাই। কোনো বোলারই এর বেশি উইকেট পাননি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমানও পেয়েছেন এই সর্বোচ্চ উইকেট। আট ম্যাচ খেলে মুস্তাফিজ এই উইকেট শিকার করেছেন। তবুও তার মাথায় নেই পার্পল ক্যাপ! আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি যে ক্যাপ পরে খেলতে নামেন। কারণটা আসলে কী?

মুস্তাফিজ ছাড়াও মুম্বাই ইন্ডিয়ানসের যশপ্রীত বুমরা আর পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলও পেয়েছেন সমান সংখ্যক উইকেট। বুমরা ও হার্শালের ১৪ উইকেট নিতে ম্যাচ খেলেছেন ৯টি। 

তবে মুস্তাফিজ অবশ্য পার্পল ক্যাপের লড়াইয়ে শেষ পর্যন্ত থাকতে নাও পারেন। আগামী ১ মে চেন্নাই-পাঞ্জাব ম্যাচের পরই বাংলাদেশে ফিরে আসতে পারেন তিনি। ৩ মে চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে না থাকলেও শেষ দুই ম্যাচে থাকতে পারেন তিনি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here