সরে দাঁড়ালেন আলকারাজ

0

ঊরুর ইনজুরির কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বের তিন নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ। ফরাসি ওপেনের শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে আলকারাজের সামনে এটা অনেক বড় বাধা হয়ে দেখা দিল। 

চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই স্প্যানিয়ার্ড গত রোববার হলগার রুনের কাছে বার্সেলোনা ওপেনের ফাইনালে পরাজয়ের ম্যাচটিতে ইনজুরির সমস্যায় পড়েন। এক সংবাদ সম্মেলনে আলকারাজ এ সম্পর্কে বলেছেন, ‘আমার পক্ষে যা করা সম্ভব ছিল আমি তার সবকিছুই করেছি। কিন্তু গত কয়েকদিনে খুব একটা উন্নতি হয়নি। মাদ্রিদে খেলার জন্য আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু কোনকিছুই অনুকূলে নেই। এ কারনে আমি ঝুঁকি নিতে চাচ্ছি সরে দাঁড়ালেন আলকারাজনা। আমি যদি খেলতে নামি তবে পরিস্থিতি হয়তোবা আরো খারাপ হতে পারে। সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন ছিল। কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত।’

২০২২ ও ২০২৩ সালের বিজয়ী আলাকারাজ তৃতীয়বারের মত মাদ্রিদ ওপেনের শিরোপা জয়ের লক্ষ্যস্থির করেছিলেন। ২১ বছর বয়সী সোমবার মাদ্রিদে পৌঁছানোর পর এ সপ্তাহে আর অনুশীলনে নামতে পারেননি। এখনো পর্যন্ত ইতালিয়ান ওপেনে না খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি আলকারাজ।

তবে ফ্রেঞ্চ ওপেনের ব্যপারে তিনি আশাবাদী, ‘অবশ্যই রোলা গ্যাঁরোতে সবারর সাথে দেখা হবে। রোমে ফেরার জন্য সম্ভাব্য সব কিছুই করার চেষ্টা করবো। আগামী কয়েক সপ্তাহ এজন্য কঠোর পরিশ্রম করতে হবে।’ প্রসঙ্গত, আগামী ২৫ মে ফ্রেঞ্চ ওপেনের মূল ড্র অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here