নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার মনে করছে এই বুঝি ক্ষমতা গেল, এই বুঝি ক্ষমতা গেল। এরা সব সময়ই ভয়-ভীতির মধ্যে আছে। সরকার বিদায়ের ভয়ে কাঁপছে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট শীর্ষক’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মান্না।
এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার খুবই দুর্বল সরকার। এরা সব সময়ই ভয়-ভীতির মধ্যে আছে। দেশের মানুষ বলে সরকার কবে যাবে? আমরা এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্মিলিতভাবে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করব। বিজয় আমাদের হবেই, বিজয় আর অনেক দূরে নয়।
শামসুজ্জামান দুদু বলেন, এই জুলাই মাস হতে পারে স্বৈরতন্ত্র পতনের মাস। যেহেতু ১৪-১৫ বছর যাবত একই রকম অপরাধ করেই যাচ্ছে সরকার। অপরাধের সীমা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। কোন সরকার যদি কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, অনমনীয় হয়, জনগণ যদি শান্তিতে থাকতে না পারে-তাহলে সেই সরকারের পতন অনিবার্য। যেমন এখন যেকোনো মুহূর্তে এ সরকারের পতন হতে পারে। মানুষ হাজারে হাজারে নয়, লাখে লাখে নয়, কোটিতে কোটিতে রাস্তায় নেমে আসতে পারে। সরকার বুঝতে পারছে না। স্বৈরাচারী এরশাদও বুঝতে পারে নাই। ৬৯’ এর স্বৈরাচারী আইয়ুব খানও বুঝতে পারে নাই। সরকার বুঝতে পারলে মানুষের কাছে, গণতন্ত্রের কাছে মাথা নত করতো।