এবার আওয়ামী লীগকে ‘সন্ত্রাসের বাবা’ বলে অভিহিত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল নয়। বরং আওয়ামী লীগ সন্ত্রাসের বাবা। সরকারই গোটা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।’
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দল আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘দেশ বাঁচাতে সরকারকে হটাতে হবে। আপোষ করে বিএনপি ক্ষমতায় যেতে চায় না। দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়।’ ডিআরইউয়ে অনুষ্ঠিত সেমিনারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘অনির্বাচিত সরকার দেশকে লুটের রাজত্বে পরিণত করেছে। সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না।’