জেলবন্দী ইমরান খানের দল তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই) এর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান দাবি করেছেন, সরকার গঠনে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী তাদের দল পিটিআইকে আমন্ত্রণ জানাবে। জাতীয় পরিষদের নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন- তাই সংবিধান অনুযায়ী তাদের সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে। খবর জিও নিউজের।
শনিবার পাকিস্তানি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। গহর বলেন, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা আইন ও সংবিধান অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করব এবং সরকার গঠন করব। কারো সঙ্গে আমাদের ঝগড়া নেই। একইসঙ্গে পিটিআইকে সরকার গঠনে যেন কোনো ধরনের বাধা প্রদান না করা হয় সেটি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার গহর।