বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৪ বছর জনগণের ওপর চেপে বসেছে। এরা কখনো সুষ্ঠু ভোটে নির্বাচিত হতে পারেনি। ভোট ডাকাতি করে ক্ষমতায় জোর করে বসে আছে। আবারও দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এবার তা হবে না। সরকারের সকল ষড়যন্ত্র এবার দেশবাসী রুখে দিবে।
সোমবার রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পিতা মরহুম এম এ করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, আব্দুল সাত্তার, আনম সাইফুল ইসলাম প্রমুখ।