ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে অনাস্থা (নো-ট্রাস্ট) প্রস্তাবের বিষয়ে আলোচনা শুরু হয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়। বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাবে মোদী সরকারের বিরুদ্ধে মনিপুরসহ গোটা ভারতে বিভাজন টানার অভিযোগ আনা হয়েছে।
কংগ্রেস সংসদ সদস্য গৌরব গগৌ এই অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা শুরু করেন। তবে এদিন অনাস্থার বিষয়ে কোনো বক্তব্য দেননি সদ্য সংসদ সদস্য পদ ফিরে পাওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
তবে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজু বলেছেন, বিরোধীদের এই অনাস্থা প্রস্তাবের জন্য অনুশোচনা করতে হবে। তার দাবি, সম্পূর্ণ ভুল দাবিতে এই অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা।
সূত্র: এনডিটিভি