পাহাড়ে বইছে উচ্ছ্বাসের আমেজ। সরকারের দেওয়া ঘর পেয়ে আনন্দের যেন সীমা নেই পাহাড়বাসীর। যদিও আগামী ২২ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে রাঙামাটিতেও গৃহ হস্তান্তর উদ্ধাধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এরই মধ্যে উল্লাস শুরু হয়েছে পাহাড়ে। রাঙামাটিতে প্রায় এক হাজার ৯১৬টি ঘর পেয়েছে দুর্গম অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী। সরকারের আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এসব ঘর নির্মাণ করে দেওয়া হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান।
রাঙামাটি জেলা প্রশাসন মো. মিজানুর রহমান জানান, রাঙামাটি প্রত্যন্ত ও দুর্গম উপজেলায় যেসব পরিবার গৃহহীন ছিল, তাদের ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ঘর নির্মাণ গভীরভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়। যদিও এলাকাগুলো দুর্গম ছিল। তবুও ঘর নির্মাণ কাজ সম্পন্ন করতে তেমন সময় লাগেনি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে শুধু আশ্রয় নয়, তাদের জীবন মানের উন্নয়নে খাদ্য, কৃষি, স্যানিটেশন, নিরাপদ পানিরও ব্যবস্থা করেছেন।
সুবিধাভোগীরা বলেন, একটা সময় ঝুপড়ির ঘরও ছিল না। কোনো রকম এ বাড়ি ওবাড়ি থেকে কোনো রকম জীবন চলতো। কিন্তু সরকার আমাদের নতুন ঘর করে দিয়েছে। তাও আবার পাকা ঘর। যা আমরা স্বপ্নেও কল্পনা করিনি, এমন ঘরে থাকবো। এখন পরিবার নিয়ে খুব সুখে আছি। ঝড় বৃষ্টিতে আর রাত দিন ভিজতে হবে না।