সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার সিদ্ধান্ত খুবই যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ’ (পিআইবি) এ কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা খুবই যৌক্তিক। আরেকটু বুস্টআপ করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে।’
তিনি বিগত সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘চোর ইকোনমি করে গেছেন, আবার বড় বড় কথা বলেন।’