সরকারি কর্মচারীদের জিপিএফ-সিপিএফের মুনাফার হার নির্ধারণ

0
সরকারি কর্মচারীদের জিপিএফ-সিপিএফের মুনাফার হার নির্ধারণ

সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিলে (সিপিএফ) টাকা রাখার বিপরীতে ২০২৫-২০২৬ অর্থবছরের মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। এ হার আগের মতোই বহাল রাখা হয়েছে, যা ১১ থেকে ১৩ শতাংশ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল রবিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ লাখ টাকা পর্যন্ত মুনাফার হার ১৩ শতাংশ। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত মুনাফা ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা থেকে তার বেশি টাকার বিপরীতে মুনাফা ১১ শতাংশ।

জিপিএফ-সিপিএফে টাকা রাখলে সরকারি কর্মচারীরা একসময় ১৩ থেকে ১৪ শতাংশ মুনাফা পেতেন। ২০২১ সালের সেপ্টেম্বরে তৎকালীন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার তা ১১ থেকে ১৩ শতাংশে নামিয়ে এনেছিলেন। তখন থেকে সে হারই বহাল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here