সম্পর্ক আরও উষ্ণ করতে শনিবার ইরান যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

0

চীনের মধ্যস্থতায় সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেছে সৌদি আরব। এবার সেই সম্পর্কে উষ্ণতা আনতে ইরান সফরে যাচ্ছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সৌদ।

তিনি শনিবার ইরান সফরে যাবেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

ইরানের একটি সরকারি সূত্র জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরের সময় ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে কয়েকটি সূত্র বলেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী শনিবার তেহরান সফরের সময় সৌদি দূতাবাস উদ্বোধন করতে পারেন।

গত সপ্তাহে ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদে দূতাবাস চালু করেছে। এছাড়া, সৌদি বন্দরনগরী জেদ্দায় ইরানি একটি কনসুলেট অফিস খোলা হয়েছে।

গত ১০ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও সৌদি আরব চুক্তি সই করার পর এক ঘোষণায় পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর গুরুত্ব তুলে ধরে বলেছিল, দুই দেশ এক অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। সূত্র: রয়টার্স, তেহরান টাইমস, সিনহুয়া, দ্য জর্ডান টাইমস, আল আরাবিয়া নিউজ, মিডল ইস্ট মনিটর, গাল্ফ নিউজ, আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here