‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন জোভান-তটিনী

0
‘সম্পর্কের গল্প’ নিয়ে আসছেন জোভান-তটিনী

অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী জুটিকে নিয়ে পরিচালক মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন পারিবারিক গল্পের নাটক ‘সম্পর্কের গল্প’।

গেল বছরের ঈদুল ফিতরে দর্শকপ্রিয়তা পাওয়া ‘তোমাদের গল্প’ নাটকের সাফল্যের রেশ ধরে নতুন এই নাটকটি নির্মাণ করেছেন বলে জানিয়েছেন রাজ। তিনি বলেন, গত আট মাসে ‘তোমাদের গল্প’ ইউটিউবে প্রায় সাড়ে তিন কোটি ভিউ পেয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন এই নাটক।

রাজ বলেছেন, এই নাটকের ট্যাগলাইন হল ‘যে বন্ধন হারায় না।’ নাটকটি নিয়ে আশা প্রকাশ করে রাজ বলেন, ‘তোমাদের গল্প’ নাটক যে ইউনিট নিয়ে করেছি, ‘সম্পর্কের গল্প’ নাটকটিতেও প্রায় একই ইউনিট কাজ করেছে। অভিনয়শিল্পী, গল্পকার, চিত্রগ্রাহকসহ আমরা আবার একত্রিত হয়েছি। আশা করছি, এই কাজেও দর্শকরা নিজেদের গল্প খুঁজে পাবেন।

এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। ‘সম্পর্কের গল্প’ নাটকটিতে থাকছে একটি নতুন গান। আরফিন রুমির সুর ও সংগীতে গানটি গেয়েছেন তিনি নিজে, তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন খেয়া। গানের কথা লিখেছেন তারিক তুহিন।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘সম্পর্কের গল্প’। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, সোহেল খান ও ইসরাত, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু ও এমএনইউ রাজু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here