রাশিয়ায় নতুন মার্কিন রাষ্ট্রদূতকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত বছর ইউক্রেনে সেনাবাহিনী পাঠানোর পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের নাটকীয় অবনতির জন্য যুক্তরাষ্ট্র নিজেই দায়ী।
ক্রেমলিনে এক টেলিভিশন অনুষ্ঠানে পুতিনের কাছে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পরিচয়পত্র পেশ করেন নতুন মার্কিন রাষ্ট্রদূত লিন এম ট্রেসি। পুতিন তাকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেন।
ক্রেমলিনে পৃথক আরেক অনুষ্ঠানে পুতিন ইইউর রাষ্ট্রদূত রোল্যান্ড গালহারাগেকে বলেন, রাশিয়ার সাথে ইইউ জোটের সম্পর্ক মারাত্মক অবনতি হয়েছে। রাশিয়ার সঙ্গে ইইউ ভূরাজনৈতিক দ্বন্দ্ব শুরু করেছে।