যশোরের ঝিকরগাছায় সম্পদ নিয়ে সন্তানদের মধ্যে কোন্দলের কারণে নয় ঘণ্টা পর দাফন করা হয়েছে আব্দুল মজিদ নামে এক ব্যক্তির মরদেহ।
শুক্রবার সকালে ওই ব্যক্তি মারা যাওয়ার পর স্বজন ও প্রতিবেশীরা যখন দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তার সন্তানরা সম্পদ বণ্টন নিয়ে বিবাদে জড়ান।
স্থানীয় সদস্য গোলাম রসুল জানান, আব্দুল মজিদের সাত ছেলে ও তিন মেয়ে। তার স্ত্রীও জীবিত আছেন। তিনি ৪৫ বিঘা জমি রেখে গেছেন। তাকে দাফন করার জন্য যখন সবাই ব্যস্ত, তখন তার চার ছেলে আব্দুল মান্নান, আব্দুল হাকিম, আব্দুস সালাম ও আব্দুল আহাদ অভিযোগ করেন, তার তিন ভাই আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান তাদের বাবাকে ফুঁসলিয়ে ৫ বিঘা জমি লিখে নিয়েছেন। এ ছাড়া ১৬ লাখ টাকা নিয়েছেন। জমি এবং টাকার সঠিক হিসাব না হওয়া পর্যন্ত পিতার লাশ দাফন হবে না।
আব্দুল আহাদ বলেন, তার বাবা স্ট্রোকজনিত রোগে অসুস্থ ছিলেন। এই সুযোগে তার তিন ভাই আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান এক বিঘা করে জমি রেজিস্ট্রি করে নিয়েছে। আমরা যখন জানতে পারি, তখন থেকে তাদের জমি ফেরত দেওয়ার কথা বললেও তারা জমি ফেরত দেয়নি। সে জন্য এ বিষয়টি আজই সমাধান হতে হবে। তা না হলে ওরা এই জমি আর কোনো দিন ফেরত দেবে না।
বিষয়টি বিকেলে প্রয়াতের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ বসে। এ সময় উপস্থিত ছিলেন পাশের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রকৌশলী আব্দুস ছাত্তার খাঁ, মিজানুর রহমান, সোহরাব হোসেন, ইউপি সদস্য রেজাউল ইসলাম, গোলাম রসুল, এরশাদ আলী, মহিলা ইউপি সদস্য রেহেনা খাতুন, সাবেক ইউপি সদস্য আবু সামা, আতিয়ার রহমান প্রমুখ। তারা সাত ভাই ও তিন বোনকে ডেকে সিদ্ধান্ত নেন পিতার সম্পদ সমান বণ্টন হবে। কেউ বেশি নিতে পারবে না। সবাই এ সিদ্ধান্তে সম্মতি প্রকাশ করলে সবাইকে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়া হয় এবং ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সদস্যরা ১০ ভাই-বোনকে নিয়ে বসে সঠিক বণ্টন করবেন।