সমুদ্রে এক হাজার অভিবাসন প্রত্যাশী বিপদে, বলছে ইতালি

0

সমুদ্রে বিভিন্ন নৌকায় ভাসতে থাকা এক হাজারের বেশি অভিবাসন প্রার্থী বিপদে রয়েছে বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড।

এক বিবৃতিতে দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, বিপদের মধ্যে রয়েছে হাজারের বেশি মানুষ। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।  

এরমধ্যে একটি নৌকা থেকেই পাঁচশ’র মতো অভিবাসন প্রার্থীকে উদ্ধারের চেষ্টা করছে কোস্ট গার্ড সদস্যরা । এছাড়াও আরও কয়েকটি নৌকা থেকে ৮০০ অভিবাসন প্রার্থী ভাসছে।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, তাদের ড্রোন ও বিমান থেকে সংগ্রহ করা তথ্য বলছে ইতালিমুখী আর ২০টির বেশি নৌকা সাগরে ভাসছে। আবহাওয়া খারাপ হলে তাদের বিপদে পড়ার শঙ্কা রয়েছে।

 

সূত্র: রয়টার্স

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here