সমুদ্রপথে ইউরোপে যাওয়ার পথে তিউনিস কোস্টগার্ডের হাতে আটক ৩৭২ অভিবাসী প্রত্যাশী

0

ইউরোপে যাওয়ার পথে সমুদ্রে ৩৭২ অভিবাসী প্রত্যাশীকে আটক করেছে তিউনিসিয়া। এরমধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন। 

আফ্রিকা নিউজের খবরে বলা হয়েছে, গত সোমবার তিউনিসিয়ার কোস্টগার্ড রাজধানী তিউনিস থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত স্ফ্যাক্স উপকূলে অভিযান চালায়। কোস্টগার্ড স্পিডবোট নিয়ে নৌকাগুলো আটকায়। কয়েকটি নৌকায় মানুষে পরিপূর্ণ ছিল যা ছোটে ঢেউয়েই উল্টে যেত।

উদ্ধারকারীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও কিছু সিরিয়ান রয়েছেন। তবে বেশিরভাগই হলেন পূর্ব আফ্রিকার দেশগুলোর নাগরিক।

ভূমধ্যসাগরের দেশ তিউনিসিয়ায় বসবাসকারী আফ্রিকার নাগরিকরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছেন। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদ সম্প্রতি মন্তব্য করেন, আফ্রিকানদের কারণে তিউনিসিয়ার স্থানীয় মানুষ সংকটে পড়েছেন। তার এমন মন্তব্যের পর বৈষম্য চরম আকার ধারণ করে। এরপর থেকেই পূর্ব আফ্রিকার মানুষ তিউনিসিয়া ছাড়ার চেষ্টা শুরু করেন।

এদিকে যাদের উপকূলে ফিরিয়ে আনা হয়েছে তাদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কয়েকজন সাংবাদিকদের জানিয়েছেন, এবার না পারলেও আরেকবার সমুদ্রপথে ইউরোপে ঢোকার চেষ্টা চালাবেন তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here