সমালোচনার মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

0
সমালোচনার মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণ নিয়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে অবস্থান বদলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফাইনালসহ প্রতিটি ম্যাচে সীমিত সংখ্যক টিকিট ৬০ ডলার মূল্যে বিক্রি করা হবে।

বিশ্বকাপের সূচি ও ড্র চূড়ান্ত হওয়ার পর প্রথম দফায় টিকিটমূল্য প্রকাশ করে ফিফা। জার্মান সকার ফেডারেশনের ঘোষিত দামে দেখা যায়, গ্রুপপর্বের টিকিটের দাম ১৮০ ডলার থেকে শুরু করে ৭০০ ডলার পর্যন্ত। ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয় ৪ হাজার ১৮৫ ডলার এবং সর্বোচ্চ ৮ হাজার ৬৮০ ডলার। এসব দাম নিয়ে বিশেষ করে ইউরোপের ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।

সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সংস্থাটি তাদের অবস্থান থেকে সরে আসে। গত মঙ্গলবার ফিফা জানায়, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ৬০ ডলারের ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’ টিকিট রাখা হবে। প্রতিটি অংশগ্রহণকারী দেশের ফুটবল ফেডারেশন ৪০০ থেকে ৭৫০টি পর্যন্ত এই ক্যাটাগরির টিকিট পাবে, যা তারা নিজেদের সমর্থকদের মধ্যে বণ্টন করবে।

ফিফার দাবি, জাতীয় দলকে সমর্থন দিতে ভ্রমণ করা সমর্থকদের সহায়তা করতেই টিকিটমূল্যে এই ছাড় দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত বদলের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি সংস্থাটি।

এদিকে ইউরোপজুড়ে তৃণমূল সমর্থকদের সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই) বলেছে, সীমিত সংখ্যক টিকিটের দাম কমানো বিশ্বজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ার ফল। তাদের মতে, ফিফার টিকিটিং নীতি পরিকল্পিত নয়, বরং পর্যাপ্ত আলোচনা ছাড়াই নির্ধারণ করা হয়েছিল।

আগামী ২০২৬ বিশ্বকাপ এবারই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে আয়োজিত এই টুর্নামেন্ট থেকে অন্তত ১০ বিলিয়ন ডলার রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা। এর মধ্যেই নতুন ধাপে টিকিটের জন্য আবেদন করেছেন প্রায় দুই কোটি মানুষ।

সমর্থক সংগঠনগুলোর দাবি, ৬০ ডলারের টিকিটের সংখ্যা খুবই সীমিত হওয়ায় এখনও বিপুল সংখ্যক দর্শককে আগের যেকোনো বিশ্বকাপের তুলনায় বেশি দামে টিকিট কিনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here