গ্লিসারিন ত্বককে ময়েশ্চারাইজ করে। ফলে হাত-পায়ের ত্বক হয় কোমল ও মোলায়েম; পরিত্রাণ মেলে ঠোঁট ফাটারও…
আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে রুক্ষতা ও শুষ্ক ত্বকের সমস্যা। সমস্যা সমাধানে ক্রিম বা লোশনের ভূমিকা তো সবারই জানা। তবে সবচেয়ে বেশি উপকারী হলো গ্লিসারিন। শুধু শীতকালে খসখসে ত্বকে আর্দ্রতা ফেরায় না বরং অন্যান্য অনেক গুণ আছে। জেনে নিন গ্লিসারিনের নানা গুণ সম্পর্কে…
এর বাইরেও বাজারের নানা প্রসাধনী ও সাবানেও এটির ব্যবহার রয়েছে। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। কোনো কোনো প্রসাধনীতে অবশ্যই গ্লিসারিন থাকা উচিত।
♦ যাদের ব্রণের সমস্যা আছে তারা গ্লিসারিনযুক্ত ক্লিনজার নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এমন ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক কম শুষ্ক হয়।
♦ টোনার ত্বকের জন্য খুবই উপকারী। যে কোনো ত্বকের জন্যই গ্লিসারিন দেওয়া টোনার ভালো। গ্লিসারিনযুক্ত টোনার ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেল ব্যালেন্স করে দেয় গ্লিসারিন।
♦ এ ছাড়াও সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, ফেসমাস্ক ও সাবানে গ্লিসারিন থাকলে সেগুলো নিঃসন্দেহে ত্বকের জন্য ভালো।
লেখা : উম্মে হানি