সমরেশ মজুমদারের প্রয়াণ দিবস

0

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণ দিবস আজ। গত বছরের এই দিনে পরলোকগমন করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত সমরেশ মজুমদার বাংলাদেশ প্রতিদিনে কলাম, ঈদ সংখ্যা ও বিশেষ সংখ্যায় নিয়মিত লিখেছেন। বাংলাদেশ প্রতিদিন পরিবারের সঙ্গে বিশেষ সখ্য ছিল তার। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননাও দেওয়া হয়েছিল।

সমরেশ মজুমদার ১৯৪৪ সালে ভারতের পশ্চিম বঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার কালজয়ী উপন্যাসের মধ্যে রয়েছে  উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ। এ ছাড়া তিনি বেশকিছু সফল টিভি সিরিয়ালেরও কাহিনিকার। সমরেশের সৃষ্ট চরিত্র অর্জুন ও মাধবীলতা ভারত-বাংলাদেশ  দুই দেশেই সমান জনপ্রিয়। কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন তিনি। ১৯৬৭ সালে ‘দেশ’ পত্রিকায় প্রথম তার লেখা প্রকাশিত হয়। জনপ্রিয় এই লেখক অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here