লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো-দুইজনেই বছরের পর বছর ফুটবলের আঙিনায় ছড়িয়েছেন আলো। হয়ে উঠেছেন মহাতারকা। বয়সের থাবায় রোনালদোর দ্যুতি কিছুটা কমেছে বটে, তবে মেসি এখনও বেশ ঝলক দেখিয়ে চলেছেন। ওয়েইন রুনি অবশ্য এই দুই তারকার যুগের শেষ দেখছেন. সাবেক এই ইংলিশ ফরোয়ার্ডের চোখে সময়ের সেরা এখন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড।
ইউনাইটেড ও ইংল্যান্ড গ্রেট রুনি বর্তমানে মেজর সকার লিগের দল ডিসি ইউনাইটেডের কোচের দায়িত্বে আছেন। দা টাইমসে লেখা কলামে তিনি তুলে ধরেছেন মেসি, রোনালদো এবং সাম্প্রতিক সময়ের উঠতি তারকা হালান্ডকে নিয়ে নিজের ভাবনা। ২২ বছর বয়সী হালান্ড গত গ্রীষ্মে ৫ কোটি ১০ লাখ পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে যোগ দেন সিটিতে। অল্প সময়েই আক্রমণভাগে ধারাল পারফরম্যান্স দিয়ে উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়।
২০২৩ সালের ব্যালন দ’র দাবিদারদের তালিকায় হালান্ডকেও রাখছেন রুনি। যদিও ধারণা করা হচ্ছে, মর্যাদার এই পুরস্কার রেকর্ড অষ্টমবারের মতো পেতে পারেন গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেওয়া মেসি।