কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় এখনও কিছু সমস্যা রয়েছে, যেমন মানবিক ত্রাণ ও সহায়তা।
শনিবার মিউনিখে তিনি বলেন, ‘সময় আমাদের অনুকূলে নেই, রাফাহর পরিস্থিতির যে অগ্রগতি হচ্ছে, তাতে পুরো অঞ্চলের জন্যই তা বিপজ্জনক হয়ে উঠবে।
শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, তবে আমি মনে করি আমরা যদি চুক্তির মধ্যে থাকা মানবিক প্যাকেজ মোকাবিলা করতে পারি তাহলে আমরা বাধাগুলি অতিক্রম করতে পারবো।
ত্রাণ সরবরাহ না হওয়া পর্যন্ত আলোচনা স্থগিত রাখার হুঁশিয়ারি হামাসের
হামাসের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা গাজায় যুদ্ধ শেষ করার জন্য চলমান আলোচনার বিষয়ে আল জাজিরার সাথে কথা বলেছেন। তার বক্তব্য অনুসারে, উত্তর গাজা উপত্যকায সাহায্য ও ত্রাণ না আনা পর্যন্ত স্বাধীনতাকামী গোষ্ঠীটি আলোচনা স্থগিত করতে চায়।
হামাসের ওই কর্মকর্তা বলেন, আমাদের ফিলিস্তিনি জনগণ যখন অনাহার প্রতিরোধে লড়াই করছে তখন আলোচনা করা যাবে না।