সুদানে বিবদমান দুই পক্ষের প্রতিনিধিরা সমঝোতা আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন। শনিবারই সুদান সেনাবাহিনী ও দেশটির আধা সামরিক বাহিনীর মধ্যে সমঝোতা আলোচনা পূর্বক বৈঠক হওয়ার কথা।
এই আলোচনায় মধ্যস্থতা করছে সৌদি আরব।
শনিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দুই দলের প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই আলোচনা সংঘাত বন্ধ করে সুদান প্রজাতন্ত্রে আবারও শান্তি স্থিতিশীলতা ফেরাবে।
আধা সামরিক বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া জেনারেল মোহাম্মদ হামদান দাগলো টুইটারে বিষয়টি নিশ্চিন্ত করেছেন। তিনি যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার নিশ্চয়তা দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা দিয়েছেন। সাথে জানিয়েছেন জনগণ নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথাও জানিয়েছেন ওই জেনারেল।
যদিও সুদানের রাজধানী খার্তুমে এখনও দফায় দফায় সংঘাত চলছে।
সূত্র: বিবিসি