আন্তর্জাতিকসমগ্র ইসরায়েলে হামলার সতর্কতা, আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনাBy AmarNews.com.bd - October 11, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে দুইটি নির্ভুল মিসাইল ছুড়েছে। এছাড়া বুধবার লেবানন থেকে ইসরায়েলে সন্দেহভাজন মনুষ্যযান (ড্রোন) অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে। ইসরায়েলকে চিরশত্রু গণ্য করে হিজবুল্লাহ।