দুর্দান্ত সময় পার করছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে বাইশ গজে নিয়মিত আলো ছড়াচ্ছেন তিনি। তারই ফল হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার রোমাঞ্চ পেয়েছেন। তাতেও আছে বাড়তি পাওয়া। তিনি খেলতে যাচ্ছেন দলের সহ-অধিনায়ক হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে পথচলা শুরুর দিনেই এমন খুশির খবর পেয়েছেন শান্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়কত্বে অভিষেকের দিনে ব্যাট হাতে দারুণ সময়ই কাটিয়েছেন শান্ত। তবে নিজে ৭৬ রান করলেও দল অলআউট হয়ে গেছে স্রেফ ১৭১ রানে। ম্যাচও হারতে হয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। অধিায়কত্বের অভিজ্ঞতা কেমন ছিল শান্তর? তিনি বলছেন ব্যক্তিগতভাবে রোমাঞ্চ থাকলেও হতাশ হয়েছেন দলের হারে।
তিনি আরও বলেন, ‘আমরাও সেরা দল খেলিনি প্রথম কথা। আর হারা তো হারাই, এক রানে হারও হারা, একশ রানে হারও হার। ম্যাচ হেরেছি এটা হতাশার। এখান থেকে আমরা কী শিখলাম এই অভিজ্ঞতা নিয়ে যদি বিশ্বকাপে যেতে পারি তাহলে এটা কাজে দেবে। এখানে এরকম কিছু নাই যে আমরা অনেক রানে হেরেছি অনেক কিছু হয়ে গেছে। মেটার করে না। হারা তো হারাই।’