‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবিতে প্রথমবারের মতো ব্যোমকেশ চরিত্রে দেখা যাবে দেবকে। এটির প্রযোজকও তিনি। বৃহস্পতিবার মুক্তি পেল সেই ছবির ট্রেলার। আর ট্রেলার লঞ্চের ইভেন্টে হাজির হয়ে দেবের হয়ে গলা ফাটালেন সৃজিত মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার।
বিতর্কের শুরু মাস কয়েক আগে। দেব ঘোষণা দেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনি ‘দুর্গ রহস্য’ নিয়ে তিনি নতুন ছবি বানাবেন-‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। এরপরই শুরু হয়ে তাকে নিয়ে সমালোচনা। সাধারণ দর্শক তো বটেই, পশ্চিমবঙ্গের অনেক অভিনেতাও মন্তব্য করেন, ‘দেবকে ব্যোমকেশ হিসেবে মানাবে না।’
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চর্চা তুঙ্গে উঠেছিল। অনেকেই মনে করেছিলেন, প্রযোজনা সংস্থা, অভিনেতা ও পরিচালকদের রেষারেষির সিদ্ধান্তই এটা। তবে সদ্য পাওয়া খবর অনুযায়ী, সৃজিতের ওয়ের সিরিজ মুক্তির দিন পিছিয়েছে। অনেকেই ধরে নিয়েছিলেন, তারা হয়তো একই দিনে ট্রেলার, সিনেমা মুক্তি দিয়ে অলিখিত লড়াইটা চালিয়ে যাবেন।
তবে সব বিতর্কের অবসান ঘটল বৃহস্পতিবার। এদিন বিকেলে কলকাতায় ছিল ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। যেখানে সৃজিতসহ অন্য পুরো টিমকে আমন্ত্রণ জানিয়ে চমকে দেন দেব।
সৃজিত বলেন, একই উপন্যাস নিয়ে অনেকগুলো কাজ হতে পারে। সবাই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে নিজের গল্প বলতে চায়। ‘দুর্গ রহস্য’ নিয়ে সিনেমা ও সিরিজের ক্ষেত্রেও সেটা হয়েছে। তিনি দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ সিনেমার ট্রেলারের প্রশংসাও করেন।
দেব বলেন, তিনি কোনো তর্কবিতর্ক চান না, সবাইকে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চান। তাই সৃজিতসহ অন্য ‘দুর্গ রহস্য’-এর পুরো টিমকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সৃজিতের সিরিজের সাফল্যও কামনা করেন।
উল্লেখ্য, দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তি পাবে আগামী ১১ আগস্ট।