সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ মিছিলের ডাক

0

দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে রবিবার একযোগে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। ছয় দফা দাবিতে আন্দোলন করছেন এই শিক্ষার্থীরা। 

গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে তাদের এক বৈঠক হয়। ওই বৈঠকে পর মন্ত্রণালয়ের তরফে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের কথা জানানো হয়। পরে আন্দোলনকারীরাও ওই সিদ্ধান্ত মেনে আন্দোলন স্থগিত করেন। কিন্তু এরপর ফের কর্মসূচির ডাক দেন। 

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here